আন্দোলনকারীদের জবাবি মেইল মুখ্যসচিবের
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জুনিয়র চিকিৎসকদের ডাকে সাড়া। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় নবান্নে আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যসচিব মনোজ পন্থ। আন্দোলনকারীদের মেলের জবাব দুপুরেই ই-মেলে জানিয়েছেন তিনি। ৪ ও ৫ নম্বর শর্ত পূরণ না হওয়ায় ফের বৈঠকের দাবি জানিয়ে, আজ সকাল ১১টা ১৯ নাগাদ রাজ্যের মুখ্যসচিবকে মেইল করেছিলেন আন্দোলনরত জুনিয়ার ডাক্তাররা।
এদিন মুখ্যসচিবকে মেইল করে তাদের পক্ষ থেকে জানানো হয় যে, হাসপাতালে নিরাপত্তার জন্য যে টাস্কফোর্স গঠনের কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন সেই টিমের সদস্যদের সঙ্গে তাঁরা বৈঠকে বসতে চান। নিরাপত্তার পাশাপাশি থ্রেটকালচার নিয়েও তারা বৈঠক করতে চায় সরকারের সঙ্গে। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডাক্তাররা বৈঠক করলেও তারা কর্মবিরতি এখনও তুলে নেননি। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, যতক্ষণ না পর্যন্ত তাদের সব দাবি মানা হচ্ছে ততক্ষন তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন।
আরও পড়ুন: https://tribetv.in/Junior-Doctors-again-wrote-letter-to-cs-for-meeting-with-cm-Mamata-Banerjee
এদিকে, মঙ্গলবার রাতে সাংবাদিক বৈঠক করেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। সেখানে তাঁরা তাদের ৪ ও ৫ নম্বর দাবি আদায়ে অনড় থাকার কথা জানান আন্দোলনকারীরা। সরকারি মেডিক্যাল কলেজে হুমকির সংস্কৃতি, থ্রেট কালচার সহ স্বাস্থ্যসচিবকে সরানোর দাবিতে অনড় থাকেন তাঁরা। শুধু তাই নয়, রেসিডেন্টশিয়াল ডক্টর অ্যাসোসিয়েশন গঠন করার দাবিও জানান তারা। এমনকি সরকার সব দাবি না মানা পর্যন্ত ডাক্তারদের এই কর্মবিরতি আন্দোলন চলবে বলে স্পষ্ট জানিয়ে দেন আন্দোলনরত চিকিৎসকরা।