সিনেমার পর্দায় আসতে চলেছে হুব্বা। রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু পরিচালিত এই সিনেমা এখন জেলা তথ্য রাজ্যের চর্চিত বিষয়। সুপ্রতিম সরকারের লেখা গোয়েন্দা পিঠ লালবাজারের থেকে নেওয়া গল্প থেকে বাস্তব চরিত্রের এই সিনেমা অপরাধ দুনিয়ার এক কুখ্যাত মাফিয়া হুব্বা শ্যামলের জীবনী নিয়ে তৈরি।
বাংলাদেশী অভিনেতা মোশারফ করিম অভিনয় করেছেন সিনেমায় হুব্বার চরিত্রে। কিন্তু কে ছিলেন এই হুব্বা শ্যামল তার উত্থান কিভাবে হয়েছিল কিভাবে কিভাবে শ্যামল হয়ে উঠেছিল বাংলার দাউদ ইব্রাহিম সেই সমস্ত বিষয়ে জানার জন্য আমরা পৌঁছে গিয়েছিলাম হুব্বার জন্মস্থান হুগলির কোন্নগরে।
২০১১ সালে খুন হয়েছিল শ্যামল দাস ওরফে হুব্বা। শ্যামলের সন্ত্রাস এখনও মানুষের মনে ঢুকে রয়েছে আতঙ্কের মতন। ২০১১ এর পর থেকে যখন সবাই তার নাম মুখে আনতে ভয় পাচ্ছিল ঠিক সেই সময় ২০২৪ সালে আবারও হুব্বা ফিরে এল তার জন্মভূমিতে। তবে এইবার সিনেমার পোস্টারে। হুগলির কোন্নগরের ধর্মডাঙ্গা এলাকার বাসিন্দা ছিল হুব্বা শ্যামল। ধর্মডাঙার তার বাড়ির সামনে ও পড়েছে তার সিনমার পোস্টার।
কেমন ছিল হুব্বা শ্যামল সেই বিষয়ে জানতে আমরা পৌঁছে গিয়েছিলাম তারই এলাকায়। এলাকার মানুষদের সঙ্গে কথা বলে জানতে পারি কিছু মানুষের কাছে হুব্বা শ্যামল ছিল মাসিহা। আবার কিছু মানুষের কাছে শ্যামল একজন কুখ্যাত আসামি। আমরা কথা বলতে পৌঁছেছিলাম তার বাড়িতে ও। ক্যামেরার সামনে তার বাড়ির লোক সেভাবে মুখ খুলতে রাজি না হলেও তারা জানিয়েছেন সিনেমা হলে তারা যাবেন হুব্বা দেখতে।
তবে স্থানীয়দের সঙ্গে কথা বেশ এটাই মনে হল যে তাঁরা ব্রাত্য বসুর “হুব্বা” সিনেমা যে দেখবেন তা বলাই বাহুল্য | অনেকেই এই চলচ্চিত্রের মুক্তির অপেক্ষায় রয়েছেন |