ট্রাইব টিভি ডিজিটাল: ব্যাঙ্কে চাকরির আবেদন করেছেন? চাকরির আবেদন করে প্রতারিত হচ্ছেন না তো? এমন কথা শুনে আপনার মনে হতেই পারে, তথ্য বা ওটিপি শেয়ার করেননি কাউকে, তাহলে আবার কীসের প্রতারণা! তাও আবার চাকরির আবেদনে। এটাও কী সম্ভব? হ্যাঁ সাইবার প্রতারণার যুগে এটাও এখন সম্ভব। আর এই বিষয়ে প্রতারকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে এবার চাকরি প্রার্থীদের সতর্ক করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। এই সংক্রান্ত বিষয়ে চাকরি প্রার্থীদের অবগত করতে সম্প্রতি একটি নির্দেশিকা (Notification) জারি করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
ওই নির্দেশিকায় স্পষ্ট করে এস.বি.আই জানিয়েছে, ব্যাঙ্ক কর্তৃপক্ষ কোনওভাবেই নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করে না। যে কোনও তথ্য যাচাই বা যোগাযোগের জন্য ব্যাঙ্কের তরফে বারবার বলা হয় সরকারি ওয়েবসাইটে নজর রাখতে। ব্যাঙ্কের বিজ্ঞপ্তি অনুসারে, প্রতারণামূলক কার্যকলাপে জড়িত এমন কিছু কিছু ব্যক্তি স্টেট ব্যাঙ্কের সরকারি ওয়েবসাইটগুলির মতই হুবহু নকল ওয়েবসাইট তৈরি করে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। যা সম্পূর্ণ ভুয়ো বা মিথ্যা।
আরও পড়ুন: https://www.tribetv.in/Know-the-some-top-spicy-recipes-to-add-your-tea-helps-immunity-boosting
এসবিআই আরও জানিয়েছে, ব্যাঙ্কে চাকরি প্রার্থীদের বা আবেদনকারীদের সমস্ত তথ্য এস.বি.আই নিরাপদ ও সুরক্ষিত রাখতে সবসময় বদ্ধপরিকর। তারা কোনও ভাবেই নির্বাচিত প্রার্থীর তথ্য ওয়েবসাইটে প্রকাশ করে না। পরীক্ষার্থীদের রোল নম্বর, অ্যাডমিট কার্ড সহ যাবতীয় তথ্য ই-মেল মারফত আবেদনকারীর কাছে পাঠানো হয়। এমনকি কোনও চাকরি প্রার্থী শর্ট লিস্টেড হলেও তাঁকেও যাবতীয় তথ্য ই-মেইল মারফতই জানানো হয়। এই বিষয়ে
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে আরও জানানো হয়েছে, সাইবার অপরাধীরা ভুয়ো ওয়েব সাইট তৈরি করে জাল অ্যাডমিট কার্ড, জাল রেজিস্ট্রেশন তৈরি করছে। শুধু তাই নয়, চাকরি প্রার্থীর বাড়িতে ভুয়ো নিয়োগপত্র পাঠিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে। এই ধরনের ওয়েব সাইট এবং ভুয়ো লিঙ্ক থেকে বারবার সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে এস.বি.আই’য়ের তরফ থেকে।