দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (ফাইল চিত্র)
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিল সুপ্রিম কোর্ট। আবগারি মামলায় সিবিআইয়ের গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন আপ সুপ্রিমো কেজরিওয়াল। জামিন চেয়ে প্রথমে তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। পরে সুপ্রিম কোর্টে মামলা যায়। গত ৫ সেপ্টেম্বর সেই সংক্রান্ত শুনানি শেষ হয় শীর্ষ আদালতে। তারপর রায় স্থগিত রাখা হয়েছিল। শুক্রবার রায় ঘোষণা হল। যারফলে প্রায় ছ’মাস পর জেল থেকে মুক্তি পাচ্ছেন কেজরী। ইডির মামলায় আগেই তিনি অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন। এ বার সিবিআইয়ের মামলাতেও জামিন মিলল।
আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ গ্রেফতার হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁকে গ্রেফতার করে ইডি (ED)। সপ্তাহ দু’য়েক পরে তাঁকে পাঠানো হয় তিহার জেলে। পরে সুপ্রিম নির্দেশে ২১ দিনের অন্তর্বর্তীকালীন জামিন পান। লোকসভা নির্বাচন শেষ হতেই ফের জেলে আত্মসমর্পণ করতে হয় আপ সুপ্রিমোকে। পরে আবগারি মামলায় কেজরিকে জামিন দেয় দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্ট। কিন্তু সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় দিল্লি হাইকোর্ট। সেই স্থগিতাদেশ চলাকালীনই তিহার জেলে গিয়ে কেজরিকে গ্রেফতার করে সিবিআই।