ট্রাইব টিভি ডিজিটাল: মঙ্গলের বিকেলে ছবি উৎসবের ঢাকে পড়তে চলেছে কাঠি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ইতিমধ্যে শহরে এসে উপস্থিত হয়েছেন বলিউডের ‘ভাইজান’। মঙ্গলবার ভোররাতে কলকাতা বিমান বন্দরে নামেন দাবাং সলমন খান। এদিন বলি অভিনেতাকে শহরে স্বাগত জানাতে বিমান বন্দরে হাজির ছিলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। বিমান বন্দরে ভাইজানকে স্বাগত জানাতে এসে নস্টালজিয়ায় ডুব দেন তৃণমূল নেতা তথা অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয়।
মঙ্গলবার ভোরবেলা ভাইজানকে (Salman khan) নিয়ে বিমান বন্দর থেকে বেরোন বাবুল সুপ্রিয়। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, সলমন খানের সঙ্গে তার আজ নতুন আলাপ নয়। ভাইজানের সঙ্গে বহুদিনের পরিচয়। তিনি বলেন, ”খুবই ভালো লাগছে ভাইজান কলকাতা চলচ্চিত্র উৎসবে যোগ দিতে আসায়। সলমনের সঙ্গে আমার প্রথম ওয়ার্ল্ড ট্যুর হয়েছিল ১৯৯৪ সালে। সেই সময় লন্ডন এয়ারপোর্টের ভিতর একটি দোকানে পারফিউম কিনতে গিয়েছিলাম। পারফিউমটা পছন্দও হয়েছিল। কিন্তু পকেট সাথ না দেওয়ায় কিনতে পারিনি তখন। যেটা সলমন ভাই লক্ষ্য করেছিল। এরপর বিমানের ভিতর সলমন খান আমার সামনে এসে একটি প্যাকেট হাতে ধরিয়ে দিয়ে বলেন, ‘এটা তোমার জন্য’। প্যাকেট খুলতেই দেখি সেই পছন্দের পারফিউম আর সেভিং কিট রয়েছে ভিতরে।
বাবুল আরও বলেন, ”সলমন ভাইয়ের সঙ্গে অনেক ওয়ার্ল্ড ট্যুর করেছি। ‘চোরি চোরি চুপকে’, ‘কহনা পেয়ার হে’, ‘মুঝছে সাধি কারোগি’ সহ বহু সিনেমায় গান গেয়েছি। খুবই ভালো একজন মজার মানুষ সলমন ভাই। আমাদের মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সলমন তাঁর ব্যস্ততা ফেলে শহরে আসায় আমিও খুবই আনন্দিত এবং খুশি।”
প্রসঙ্গত, আজ থেকে শুরু ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF2023)। মঙ্গলবার বিকেলে থেকে নেতাজি ইন্ডোরে পড়বে ছবি উৎসবের ঢাকে কাঠি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সলমন খান, অনিল কাপুর, মহেশ ভাট, সোনাক্ষী সিনহা সহ একঝাঁক তারকা। উপস্থিত থাকবেন টলি তারকারাও। এ বছরের চলচ্চিত্র উৎসবে ‘থাই গার্ল’ হচ্ছেন কৌশানী মুখোপাধ্যায়। নৃত্য পরিবেশনা করবেন ডোনা গঙ্গোপাধ্যায়ও (Dona Ganguly)। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের ঢাকে কাঠি পড়লেও সিনেমা শুরু হবে উত্তমকুমার তনুজা অভিনীত ‘দেয়া নেয়া’ ছবি দিয়ে। চলতি বছর চলচ্চিত্র উৎসবে বিশেষ শ্রদ্ধা জানানো হবে মৃণাল সেন (Mrinal Sen), দেব আনন্দ (Deb Anand), মুকেশ ও শৈলেন্দ্রর মতো কিংবদন্তি শিল্পীদের। চলচ্চিত্র উৎসবের বিশেষ আলোচনা সভায় উপস্থিত থাকবেন মনোজ বাজপেয়ী, সুধীর মিশ্রর মতো ব্যক্তিত্বরা। দেখানো হবে ৩৯টি দেশের ২১৯ টি ছবি। এবারের উৎসবের ফোকাস কান্ট্রি স্পেন (Spain)। আর ক্লোজিং সেরিমনিতে আসছেন অদিতি রাও হায়দরি।