প্রথম দিন মায়াঙ্ক আগরওয়ালের নেতৃত্বাধীন দলের খারাপ শুরুর পরে, শাশ্বত রাওয়াতের ইনিংসের সৌজন্যে ভারত এ ম্যাচে ফিরে আসতে সক্ষম হয়েছিল। রাওয়াত ২৫০ বল মোকাবেলা করে ১২৪ রান করেন। এ সময় তাঁর ব্যাট থেকে আসে ১৫টি বাউন্ডারি। গত ম্যাচে নিজের বোলিং দিয়ে দলকে জেতানো শামস মুলানির সঙ্গে ৮৭ রানের জুটি গড়েন তিনি। ব্যাট হাতে ৭৬ বলে ৪৪ রানের অবদান রাখেন।
২৩ বছরের শাশ্বত রাওয়াতের জন্ম উত্তরাখণ্ডে। ২০২০ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার হয়ে খেলতে দেখা গিয়েছিল তাঁকে। ঘরোয়া ক্রিকেটে এখনও পর্যন্ত ১৬টি প্রথম শ্রেণি, ৭টি লিস্ট ‘এ’ ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শাশ্বত রাওয়াত। প্রথম শ্রেণিতে ২৬ ইনিংস খেলে ৫০.৯৬ গড়ে ১২৭৪ রান করেছেন তিনি। এই সময়ে করেছেন ৫টি সেঞ্চুরি ও ৫টি হাফসেঞ্চুরি। একই সঙ্গে শাশ্বত লিস্ট ‘এ’ তে ১৬১ ও টি-টোয়েন্টিতে ৮ রান করেছেন।