আগুনে ভস্মীভূত সম্পূর্ণ কটেজটি (নিজস্ব চিত্র)
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মৌসুনি দ্বীপে টুরিস্ট কটেজে ভয়াবহ আগুন। বৃহস্পতিবার ভোরে একটি কটেজে হটাৎ আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। কিছু বুঝে ওঠার আগে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে গোটা কটেজে । স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। মুহূর্তের মধ্যে গোটা কটেজটি আগুনে ভস্মীভূত হয়ে যায়। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের এই দ্বীপটি অন্যতম পর্যটনস্থল। বছরের বেশির ভাগ সময়েই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। তবে যে কটেজটিতে আগুন লেগেছে, ঘটনার সময় সেখানে কেউ ছিলেন না। ফলে প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। বৃহস্পতিবার ভোর রাতে ৫টার কিছু পরে ধোঁয়া দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন: https://tribetv.in/inDrive-take-special-initiatives-to-teach-driving-for-women
প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু ক্ষণের মধ্যেই পুরো কটেজে আগুন ধরে যায়। রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। যদিও কটেজ ফাঁকা থাকায় বড়সর বিপদ এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।